প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
যশোর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৩১৭জন

স্টাফ রিপোর্টার, যশোর: সারাদেশের সাথে একযোগে যশোর শিক্ষাবোর্ডেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আজ বাংলা পরীক্ষার মধ্য দিয়ে খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজের ১ লাখ ১৬ হাজার ৩১৭ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে।
যশোর শিক্ষাবোর্ড থেকে জানানো হয়েছে, ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৭ হাজার ৮৫৪ জন ও ছাত্রী রয়েছে ৫৮ হাজার ৪৭২ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ২২ হাজার ৭৭ জন, মানবিক বিভাগের শিক্ষার্থী ৮১ হাজার ৪৭৬ জন এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১২ হাজার ৭৬৪ জন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, জুলাই আন্দোলনের কারণে পড়াশুনায় কিছুটা ব্যঘাত ঘটলেও প্রস্তুতি ভালো। আশা করছেন পরীক্ষা ভালো হবে।
এদিকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোসাম্মৎ আসমা বেগম জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে
একাধিক ভিজেলেন্স টিম দায়িত্ব পালন করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ