প্রিন্ট এর তারিখঃ Jan 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 January 2026, 13:27 ইং
বাঘারপাড়ায় হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সমাবেশ

বাঘারপাড়া প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া ওসমান হাদির হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার (১৬ জানুয়ারি) সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ মঞ্চ বাঘারপাড়ার ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিকালে উপজেলার চৌরাস্তায় সমাবেশ শেষে মিছিল বের হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক আল আমীন, সদস্য আসাদুল্লাহ আল গালিব, আবু উমায়ের , আবু সাইফ প্রমুখ। সমাবেশে বক্তরা হাদি হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ