প্রিন্ট এর তারিখঃ Jan 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 January 2026, 13:44 ইং
অভয়নগর ভোগ্যপণ্য পরিবেশক সমবায় সমিতি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি
যশোরের ‘অভয়নগর ভোগ্যপণ্য পরিবেশক সমবায় সমিতি লিমিডেরে উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বাগদাহ গ্রামে কণা ইকোপার্কে এ সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়।
অভয়নগর ভোগ্যপণ্য পরিবেশক সমবায় সমিতি লিমিডেরে সভাপতি ইসমালাই হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল হক রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আসাদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমবায় সমিতির প্রধান উপদেষ্টা ইনামুল কবির বুলবুল, সহ-সভাপতি সেলিম হোসেন, আব্দুর রশিদ শেখ, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এস এম বনি আমিন, মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক প্রতাপ সরকার, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, আঞ্চলিক প্রচার সম্পাদক কামরুল সরদার, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান রাজু, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম মনি, মহিলা বিষয়ক সম্পাদক নাজমিন আক্তার, সদস্য ইছহাক আলী, রাকিব হোসাইন, কবির হোসেন, আব্দুল্লাহ আল-মামুন সহ সমিতির সকল সদস্যবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ