প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 January 2026, 12:09 ইং
শরিফ ওসমান হাদি হত্যা মামলা পুনঃতদন্তের দায়িত্বে সিআইডি

নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া অভিযোগপত্রের ওপর নারাজি মঞ্জুর করেছেন আদালত। মামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত না করে ‘দায়সারা’ চার্জশিট দেওয়ার অভিযোগে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি পিটিশন দাখিল করেন। শুনানি শেষে আদালত ডিবি’র প্রতিবেদন গ্রহণ না করে সিআইডিকে পুনঃতদন্তের আদেশ দেন। এদিন বাদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল। তিনি আদালতকে বলেন, ডিবি’র চার্জশিটে হত্যাকাণ্ডের মূল নেপথ্য কারিগর বা পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়নি, যা ন্যায়বিচারের পরিপন্থী।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে সিঙ্গাপুরে নেওয়া হলে গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এতে প্রধান অভিযুক্ত হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। ডিবি’র দাবি অনুযায়ী, রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মামলার বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ডিবি’র তদন্তে ঘটনার গভীরতা এবং নেপথ্যের কুশীলবদের এড়িয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে ৫ জন আসামি এখনও পলাতক থাকা এবং হত্যার প্রকৃত উৎস উন্মোচিত না হওয়ায় এই তদন্ত প্রশ্নবিদ্ধ। আদালত বাদীর যুক্তি আমলে নিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ