প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 January 2026, 17:16 ইং
বেনাপোল বন্দরে ৫৩ কাটুন ইলিশ আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে ৫৩ কাটুনে ৫৯৪৩ কেজি ইলিশের বড় একটি অবৈধ চালান আটক হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট থেকে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির তথ্যের ভিত্তিতে কাস্টমস সদস্যরা ইলিশের চালানটি আটক করে।

মিথ্যা ঘোষণা দিয়ে বৈধ পথে ইলিশ আমদানি করেন জান্নাত এন্টার প্রাইজ। রফতানিকারক ছিলে আরজে এন্টার ন্যাশনাল। শুল্কফাঁকি দিয়ে বেনাপোল বন্দর থেকে ইলিশের চালান পাচারের চেষ্টা করছিল বহুল আলোচিত শান্তর মালিকাধীন সিঅ্যান্ডএফ এজেন্ট লিংক এন্টার ন্যাশনাল।
বুধবার দুপুরে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পাল জানান, তাদের কাছে গোপন খবর আসে মিথ্যা ঘোষনা দিয়ে ইলিশ মাছ আমদানি করে বিপুল পরিমানের রাজস্ব ফাঁকির চেষ্টা করছে সিঅ্যান্ডএফ এজেন্ট। পরে মাছের ট্রাকে অভিযান চালিয়ে ৫৩ কাটুন ইলিশ উদ্ধার করা হয়। অবৈধ মাছ অকশান দেওয়া হবে।
বন্দর সুত্রে জানা যায়, এক শ্রেনীর দূনীতিবাজ ব্যবসায়ীদের শুল্কফাকির কারনে চলতি অর্থবছরের ৬ মাসে ১০১৩ কোটি টাকা রাজস্ব ঘটতি হয়েছে। চিহ্নিত শুল্কফাঁকিবাজ দের মধ্যে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শান্ত আলোচিত। এসব অনিয়মের সাথে কাস্টমসের এক শ্রেনীর দূর্নীবাজদের সখ্যতা রয়েছে। অপরাধীরা ধরা পড়লেও বিভিন্ন কৌশলে তাদের লাইসেন্স কাস্টমস বাঁচিয়ে দিয়ে আবারো ব্যবসার সুযোগ করে দেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ