প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 January 2026, 17:16 ইং
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপপ্রচার ও ভুয়া তথ্য (মিসইনফরমেশন) মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এই আহ্বান জানান।
টেলিফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে ভুয়া তথ্যের এক ধরনের ‘বন্যা’ দেখা যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ব্যাপক বিস্তার ঘটছে। এসব অপতৎপরতা নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
জবাবে ভলকার তুর্ক জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, “ভুয়া তথ্যের পরিমাণ সত্যিই অনেক। এ সমস্যা মোকাবিলায় যা করা প্রয়োজন, আমরা তা করব।” এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
আলাপকালে প্রাতিষ্ঠানিক সংস্কার ও জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভলকার তুর্ক গুম সংক্রান্ত অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে একটি ‘বাস্তব অর্থে স্বাধীন’ মানবাধিকার কমিশন গঠনের ওপর জোর দেন।
এর প্রেক্ষিতে ড. ইউনূস জানান, ইতোমধ্যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই নতুন কমিশন পুনর্গঠন করা হবে। আমরা দায়িত্ব ছাড়ার আগেই এটি সম্পন্ন করব।”
প্রধান উপদেষ্টা জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত স্বৈরশাসনামলে সংঘটিত গুমের ঘটনাগুলো তদন্তে গঠিত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তিনি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে হস্তান্তর করেছেন। এই প্রতিবেদন গুমের শিকার ব্যক্তিদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
ভলকার তুর্ক গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেওয়া বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং গুম সংক্রান্ত তদন্তে জাতিসংঘের প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
টেলিফোনালাপের সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। দুই নেতা আসন্ন গণভোট এবং বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ