প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 January 2026, 05:57 ইং
কেশবপুরে বাড়িতে হামলা ও মারপিট: কালাম সরদারের দেড় বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
কেশবপুরের শ্রীফলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা করে মারপিট ও লুটপাটের মামলায় কালাম সরদারকে দেড় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৩৯ আসামিকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত কালাম সরদার শ্রীফলা গ্রামের আদিল সরদারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, শ্রীফলা গ্রামের আলাউদ্দিন সরদার একটি জমি কিনে ভোগ-দখল করে আসছিলেন। এ জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৮ সালের ১ জুন ভোরে আসামি কালাম সরদারের নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা করে ভাংচুর, লুপাট ও আলাউদ্দিন ও তার বাড়ির সদস্যদের মারপিট করে জখম করে। এ ঘটনায় আলাউদ্দিন সরদার বাদী হয়ে ১৫ জুন কালাম সরদারসহ ৪০ জনের নামউল্লেখ করে কেশবপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এজাহার নামীয় ৪০ জনকে অভিযুক্ত করে ওই বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই প্রসেজিৎ মল্লিক। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি কালাম সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কালাম সরদার কারাগারে আটক আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ