প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 January 2026, 17:16 ইং
শুটার মিশুকের জবানবন্দিতে ফেঁসে গেলেন শাহীন: আলমগীর হত্যার ‘কিলিং মিশন’ ফাঁস

নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরের শংকরপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেনকে (৫৫) গুলি করে হত্যার ঘটনায় জড়িত আরও এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শাহীন কাজী (২৫)। তিনি এই হত্যাকাণ্ডের সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকার ইসহাক সড়কের হুদা মেমোরিয়ালের পাশে, সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। আলমগীর হোসেন মোটরসাইকেলে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পেছন থেকে অনুসরণ করে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী দল গত ৭ জানুয়ারি মূল শুটার ত্রিদীপ চক্রবর্তী মিশুককে (৩০) গ্রেপ্তার করে। মিশুক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল (১২ জানুয়ারি) বিকেলে শহরের লোন সড়ক এলাকা থেকে শাহীন কাজীকে গ্রেপ্তার করে ডিবির এসআই অলক কুমার দে-র নেতৃত্বাধীন একটি চৌকস টিম।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শাহীন কাজী যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আগে থেকেই হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত ৩টি মামলা রয়েছে। আলমগীর হত্যাকাণ্ডের পর তিনি লোন সড়ক এলাকায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, শাহীন কাজীকে আজ (মঙ্গলবার) বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। এর মাধ্যমে আলমগীর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িতদের নাম বেরিয়ে এসেছে। পুলিশ এই মামলার সংশ্লিষ্ট সকল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে।
গ্রেপ্তারকৃত শাহীন কাজী যশোর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের চাচড়া রায়পাড়া (তুলোতলা মোড়) এলাকার মো. কিসলু কাজীর ছেলে। বর্তমানে তিনি শহরের লোন সড়ক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ