প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 January 2026, 17:16 ইং
বিএনপি নেতা মোশাররফ ঠাকুরের মন্তব্যে ক্ষোভ: জবিতে ইসলামী ছাত্রী সংস্থার বিক্ষোভ

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাববিরোধী বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জবি শাখা ইসলামী ছাত্রী সংস্থা।
মানববন্ধনে ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। তারা অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে পর্দার অবিচ্ছেদ্য অংশ ‘নিকাব’ নিয়ে এ ধরনের মন্তব্য মুসলিম নারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
সমাবেশে জকসুর (জকসু) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং জবি শাখা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী মোছা. সুখীমন খাতুন বলেন, “হিজাব ও নিকাব মুসলিমদের পোশাক এবং এ নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। নিকাব মুসলিমদের ড্রেস নয়—এমন মন্তব্য বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ। একজন মুসলিম নারী যদি পরিপূর্ণ পর্দা মেনে চলতে চান, তবে তিনি অবশ্যই মুখমণ্ডল ঢেকে রাখতে পারেন। কারণ মানুষের সৌন্দর্য মূলত চেহারাতেই প্রকাশ পায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি পালন করা প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। কেউ যদি ধর্মীয় বিশ্বাস থেকে নিকাব ব্যবহার করেন, সেখানে বাধা দেওয়ার অধিকার কারও নেই।”
মানববন্ধনের উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, সম্প্রীতির বাংলাদেশে যেন প্রত্যেকে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারে। ইসলামি সংস্কৃতি ও পর্দার বিধান নিয়ে ভবিষ্যতে যেন কেউ কোনো কুরুচিপূর্ণ মন্তব্য না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট বিএনপি নেতার পক্ষ থেকে এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশের দাবি জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ ছাত্রীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ