প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 January 2026, 17:16 ইং
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কেশবপুরের কামরুজ্জামান

কেশবপুর প্রতিনিধি :
যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কেশবপুরের কামরুজ্জামান। মঙ্গলবার জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ এর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কামরুজ্জামান শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তিনি কেশবপুর উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) হিসেবে কর্মরত রয়েছেন। যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এর আগে তিনি কেশবপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
কামরুজ্জামান ২০১৫ সালের ১২ ডিসেম্বর উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। নতুন কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণে ২০২৩-২৪ সালে উপজেলা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বর্তমানে তিনি বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেশবপুর-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক কামরুজ্জামান উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাকবান্ধাল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার শের আলী গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে কেশবপুর পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় বসবাস করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ