প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 January 2026, 05:57 ইং
গণভোটে ‘না’ পাস হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রচারণাকে জুলাই অভ্যুত্থান নসাৎ করার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে বলেছেন, গণভোটে যদি ‘না’ জয়যুক্ত হয় তবে পূর্বের বিতর্কিত পদ্ধতিই বহাল থাকবে এবং ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান চূড়ান্তভাবে ব্যর্থ হবে।
আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার লক্ষ্যে ‘গণভোটের গাড়ি’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “একটি বিশেষ রাজনৈতিক দল গণভোটে ‘না’-এর পক্ষে পরোক্ষ প্রচারণা চালাচ্ছে। অথচ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব ছিল। ‘না’ ভোট পাস হলে যারা ক্ষমতায় আসবে, সেই শক্তি অবধারিতভাবে স্বৈরাচারী হয়ে উঠবে।” তিনি আরও যোগ করেন, এই ভোট কেবল প্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার পথ নির্ধারণের ভোট।
বর্তমান সরকারের আমলেও নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিগত দিনের শাসন আমলের সমালোচনা করে তিনি বলেন, “১০ টাকায় চাল খাওয়ানোর মতো সস্তা প্রতিশ্রুতি দিয়ে মানুষের সাথে প্রতারণা করে দেশ ছাড়খার করা হয়েছে। আমরা ১১ দলীয় জোট গঠন করেছি। জয়ী হয়ে আমরা প্রকৃত সংস্কার নিশ্চিত করব।”
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আজ থেকে আমাদের ‘ভোটের গাড়ি’র মাধ্যমে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা শুরু হলো। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। এনসিপি এই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে রাজপথে সক্রিয় অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ