প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 January 2026, 05:57 ইং
ভারতে খেলার প্রস্তাব ফের নাকচ বিসিবির

ক্রীড়া প্রতিবেদক :
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটেনি। ভারতের মাটিতে টাইগারদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে আজ (মঙ্গলবার) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-র সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ আলোচনায় বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ। তাই তারা বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের দাবি জানিয়েছে।
আজ দুপুরে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। আইসিসিকে দেওয়া বার্তায় তারা ভারতের বাইরে বিকল্প ভেন্যুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ জানায়।
বিসিবির দাবির বিপরীতে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে ঘোষিত হয়ে যাওয়ায় তা পরিবর্তন করা অত্যন্ত জটিল। তারা বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানায়। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। দুই পক্ষই অবশ্য সংকট নিরসনে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।
সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে পাঠানো এক মেইলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, পুরো টুর্নামেন্টের ঝুঁকি ‘মডারেট’ বা মাঝারি মানের হলেও বাংলাদেশের জন্য এই ঝুঁকির মাত্রা ‘মডারেট টু হাই’ বা মাঝারি থেকে উচ্চপর্যায়ের। বিশেষ করে ভারতে বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দুই দেশের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন ও উত্তেজনাকে এই ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এই ঘটনা বাংলাদেশের নিরাপত্তা শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিসিবি মনে করছে, মুস্তাফিজকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভ পুরো দলের জন্যই বিপজ্জনক হতে পারে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। যেহেতু ভেন্যুগুলোর অবস্থান স্পর্শকাতর এলাকায়, তাই বিসিবি খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসি ও বিসিবির মধ্যকার পরবর্তী দফার আলোচনা থেকেই নির্ধারিত হবে—টাইগাররা কি ভারতের বিমানে চড়বেন, নাকি নিরপেক্ষ কোনো ভেন্যুতে লড়বেন বিশ্বজয়ের মিশনে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ