প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 January 2026, 11:42 ইং
যশোরে কয়লা উৎপাদনকারী অবৈধ ৭৪টি কাঠের চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দিল প্রশাসন

স্টাফ রির্পোটার যশোর
যশোরের অভয়নগরে কয়লা উৎপাদনকারী অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দিল প্রশাসন। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ৭৪টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। খুলনা পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশায় ভৈরব নদীর পাড় ঘেঁষে গড়ে তোলা হয় দুই শতাধিক অবৈধ কাঠের চুল্লি। এসব চুল্লিতে দীর্ঘদিন ধরে অবাধে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিলো একটি চক্র। এ চুল্লির কারণে বনজ ও ফলদ গাছ উজাড়ের পাশাপাশি, চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। একইসঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য। এ অবস্থায় অবৈধ এসব চুল্লি উচ্ছেদের দাবি ছিল স্থানীয়দের। অবশেষে আজ পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭৪টি চুল্লি গুড়িয়ে দেয়। এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহন করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, এসব চুল্লির কারণে মানুষ, পাখি, গাছপালাসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিলো। যে কারণে এ অভিযান পরিচালিত হয়েছে। দুই শতাধিক চুল্লির মধ্যে ৭৪টি ধ্বংস করা হয়েছে। বাকীগুলো গুড়িয়ে দিতে অভিযান অব্যহৃত থাকবে ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ