প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 January 2026, 11:42 ইং
সকল ভয়ভীতি উপেক্ষা করে বেগম রোকেয়ার মতো নিজেকে গড়ে তুলতে হবে: পুলিশ সুপার

কেশবপুর প্রতিনিধি
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার মতো নিজেকে গড়ে তুলতে হবে। প্রত্যেকের উচ্চ শিক্ষার আগ্রহ ও দেশ গড়ার প্রত্যয় থাকতে হবে। সোমবার দুপুরে কেশবপুরের পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র যশোরের উপপরিচালক বি এম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মানস কুমার হালদার ও কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কেশবপুরের আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো) ২য় পর্যায় এর আওতায় ওই বিদ্যালয়ের ১০০ ছাত্রীকে নিয়ে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ শেষে চেক ও উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতজন কিশোরীর মধ্যে ৮১ হাজার ৭শ ৫৯ টাকার চেক তুলে দেন অতিথিরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ