প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 January 2026, 11:42 ইং
মনোনয়ন ফিরে পেলেন আরও ৪১ জন: ইসিতে তৃতীয় দিনের শুনানি শেষে

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির তৃতীয় দিনে নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪০ জন আবেদনকারী। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আপিলের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে ৪০ জনের আপিল মঞ্জুর করে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গত রোববার (১১ জানুয়ারি) ঝুলে থাকা একটি আবেদনও আজ মঞ্জুর করা হয়েছে। ফলে সব মিলিয়ে আজ ৪১ জন ভোটের মাঠে ফেরার সুযোগ পেলেন।
অন্যদিকে, প্রয়োজনীয় নথিপত্র বা যুক্তির অভাবে ২৫ জনের আবেদন নামঞ্জুর করেছে কমিশন। শুনানিতে একজন আবেদনকারী উপস্থিত ছিলেন না এবং একজনের আবেদন শোনা হয়নি। এছাড়া বিশেষ কারণে চারজনের আপিল এখনও পেন্ডিং বা স্থগিত রাখা হয়েছে।
তফসিল অনুযায়ী, ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি)। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে।
এক নজরে নির্বাচনী ক্যালেন্ডার:
- ১০ - ১৮ জানুয়ারি: আপিল নিষ্পত্তি।
- ২০ জানুয়ারি: প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।
- ২১ জানুয়ারি: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ।
- ২২ জানুয়ারি: নির্বাচনী প্রচারণা শুরু।
- ১০ ফেব্রুয়ারি (সকাল ৭:৩০): প্রচারণার শেষ সময়।
- ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।
ইসি জানিয়েছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি আপিল অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। ঝুলে থাকা বা পেন্ডিং থাকা আপিলগুলোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ