প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 January 2026, 11:42 ইং
‘মুস্তাফিজ থাকলে ঝুঁকি, জার্সি পরলে বিপদ: ভারতের নিরাপত্তা নিয়ে আইসিসির বিচিত্র শঙ্কা!’

ক্রীড়া প্রতিবেদক :
নিরাপত্তা সংকটের কারণে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি নিরাপত্তা পর্যবেক্ষণ পাঠিয়েছে, যেখানে বাংলাদেশ দল ভারতে খেলতে গেলে তিনটি সুনির্দিষ্ট ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
আইসিসির নিরাপত্তা দল থেকে প্রাপ্ত চিঠির বরাত দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে তিনটি প্রধান ঝুঁকির কথা বলা হয়েছে:
- মুস্তাফিজ ইস্যু: বাংলাদেশ দলে তারকা পেসার মুস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত থাকলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
- জার্সি পরিধান: বাংলাদেশি সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ভারতে ঘোরাফেরা করেন, তবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে।
- নির্বাচনকালীন পরিস্থিতি: বাংলাদেশে আসন্ন নির্বাচন যত ঘনিয়ে আসবে, ক্রিকেটারদের ওপর নিরাপত্তা শঙ্কা তত বৃদ্ধি পাবে বলে আইসিসি মনে করছে।
বিসিবি ইতোমধ্যেই ভারতে না খেলার বিষয়ে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "আমরা দুটি চিঠি দিয়েছি এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছি। এরই মধ্যে আইসিসির সিকিউরিটি টিম তাদের পর্যবেক্ষণ আমাদের জানিয়েছে।"
তিনি আরও জানান, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটার এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে বলেই আইসিসি এই বিষয়গুলো সামনে এনেছে। তবে মুস্তাফিজের মতো দলের অপরিহার্য খেলোয়াড়কে নিয়ে এ ধরনের শঙ্কা বা সমর্থকদের জার্সি পরার ওপর কড়াকড়ির বিষয়টি নিয়ে দেশের ক্রিকেট মহলে ব্যাপক বিস্ময় ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিসিবি স্পষ্ট করে দিয়েছে যে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে এবং আইসিসির এই শঙ্কাগুলো অমূলক প্রমাণিত না হলে তারা বিকল্প ভেন্যুর দাবিতে অনড় থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ