প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 January 2026, 11:42 ইং
‘ভারতে বিশ্বকাপ খেলা নিরাপদ নয়, আইসিসির চিঠিতেই তা প্রমাণিত: আসিফ নজরুল’

ক্রীড়া প্রতিবেদক :
ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বিকেলে বাফুফে ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আইসিসির নিরাপত্তা টিমের দেওয়া একটি চিঠির প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন।
ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠিতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়ে তিনটি প্রধান কারণ উল্লেখ করেছে।
সেগুলো হলো—
১. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে।
২. বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে শঙ্কা তৈরি হবে।
৩. বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে।
আইসিসির এই পর্যবেক্ষণকে চরম ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, “আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়তে হবে, সমর্থকরা জার্সি পরতে পারবে না, আর ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব—এর চেয়ে উদ্ভট ও অবাস্তব কিছু হতে পারে না।”
আসিফ নজরুল জানান, আইসিসির এই চিঠিই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশের খেলার পরিবেশ নেই। তিনি বলেন, “ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়—আমাদের এই অবস্থান যে যৌক্তিক, আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ তা সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে।”
প্রস্তাব ভারত থেকে ভেন্যু সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম আলোচনায় আসছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, “মিডিয়ায় দেখেছি পাকিস্তান বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। এর সত্যতা কতটুকু জানি না, তবে ভারতের পরিবর্তে অন্য যেকোনো দেশে খেলতে আমাদের কোনো আপত্তি নেই।”
আইসিসি এই চিঠিটি ঠিক কবে এবং কাকে পাঠিয়েছে সে বিষয়ে বিস্তারিত না জানালেও আসিফ নজরুল আশ্বাস দিয়েছেন যে, দ্রুতই চিঠির কপি সাংবাদিকদের সরবরাহ করা হবে। বাফুফে ভবনে ফুটবল নিয়ে আলোচনা করতে গিয়েও ক্রিকেটের এই স্পর্শকাতর ইস্যুটি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ