প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 January 2026, 11:42 ইং
ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি: আলোচনা না কি যুদ্ধ?

আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের অভ্যন্তরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং ক্রমবর্ধমান উত্তজনা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর আলোচনার জন্য খামেনি প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও ইরানের বিরুদ্ধে যেকোনো সময় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার প্রেসিডেন্সিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরানের নেতারা গতকাল ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে... তারা আলোচনা করতে চান।”
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, সেখানে সহিংসতায় এমন কিছু মানুষ প্রাণ হারিয়েছেন যাদের নিহত হওয়ার কথা ছিল না। তিনি বর্তমান ইরানি নেতৃত্বের সমালোচনা করে বলেন, “আমি জানি না তারা সত্যিই নেতা, নাকি কেবল সহিংসতার মাধ্যমে দেশ শাসন করেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অত্যন্ত কঠোর বিকল্পগুলো বিবেচনা করছি।”
ইরান কোনো ‘রেড লাইন’ বা সীমা অতিক্রম করেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও ট্রাম্প তার অনমনীয় অবস্থানের কথা জানান। তিনি বলেন, “আমি ইরানের পরিস্থিতির ওপর প্রতি ঘণ্টায় আপডেট নিচ্ছি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।” সামরিক আক্রমণের পরিকল্পনা গোপন রেখে তিনি পাল্টা প্রশ্ন করেন, “আপনি কি আমাকে বলতে বলছেন আমরা কোথায়, কখন এবং কোন দিক থেকে আঘাত করব?”
বিক্ষোভে প্রাণহানির বিষয়ে ট্রাম্প জানান, বিপুল জনসমাগমের কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় কিছু মানুষ পদদলিত হয়ে মারা গেছেন, আবার অনেকে গুলিবিদ্ধও হয়েছেন। যুক্তরাষ্ট্র এই পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে তিনি উল্লেখ করেন।
ইরান বা তাদের মিত্রদের পক্ষ থেকে কোনো ধরনের পাল্টা জবাবের চেষ্টা করা হলে তার ফল ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, “তারা যদি পাল্টা আঘাতের চিন্তা করে, তবে আমরা এমন মাত্রায় আক্রমণ করব যা তারা আগে কখনো দেখেনি। তারা তা বিশ্বাসও করতে পারবে না।”
নিজের মেয়াদে কাসেম সোলেইমানি ও আল-বাগদাদিকে হত্যার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শক্তিমত্তা সম্পর্কে ইরানের আগেই ধারণা থাকা উচিত। তিনি প্রশ্ন তোলেন, “সোলেইমানি ও পারমাণবিক হুমকির বিষয়ে আমার কঠোর অবস্থানের পর তারা কি এখনও আমাদের হুমকিকে হালকাভাবে নেবে?”
সূত্র: এনডিটিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ