প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 January 2026, 11:42 ইং
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) প্রার্থীতা ফিরে পেলেন জহুরুল, দ্বৈত নাগরিকত্ব ইসূতে স্থগিত ডা. ফরিদের

চৌগাছা প্রতিনিধি:
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল ইসলাম। অপরদিকে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল হওয়া জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থীতা স্থগিত রাখা হয়েছে।
গত ১জানুয়ারী নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও যশোরের জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও ডা. মোসলেহ উদ্দীন ফরিদের মনোনয়নপত্র বাতিল করেন। জহুরুল ইসলামের পক্ষে ১ শতাংশ স্বাক্ষরের ১০জনের মধ্যে ১জন মৃত ভোটার ও একজন প্রবাসী ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীনের ক্রেডিটকার্ডের একটি ঋণ খেলাফির অভিযোগে বাতিল করা হয়। যদিও ডা. ফরিদ এক জানুয়ারী ঋণটি পরিশোধ করা হয়।
রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচিন কমিশনে আপীল করেন জহুরুল ইসলাম ও ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। ১১জানুয়ারী নির্বাচন কমিশনে তাদের শুনানীর দিন নির্ধারিত হয়।
শুনানি শেষে এদিন বেলা ১১টায় জহুরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি জহুরুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।
একইদিন বিকেলে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের শুনানীর সময় নির্ধারিত ছিলো। তবে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা ডা. মোসলেহ উদ্দীন ফরিদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে আপীল করেছেন। সে কারনে নির্বাচন কমিশন তার দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের প্রমাণপত্র দেখানোর জন্য আগামী ১৬ জানুয়ারী দিন ধার্য্য করেন এবং প্রার্থীতা ¯’গিত রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।
এদিকে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থীতা গত ১জানুয়ারী রিটার্নিং কর্মকর্তা বৈধ বলে ঘোষণা দিলেও তার বৈধতার বিরুদ্ধে একটি আপিল হয়েছে বলে জানা গেছে। সেখানে হলফ নামায় তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। তবে আপীলের বিষয়ব¯‘ বিস্তারিত তথ্য না জানা গেলেও আগামী ১৮ জানুয়ারী তার বিরুদ্ধে আপীলের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ