প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 January 2026, 11:42 ইং
সিরিয়াজুড়ে মার্কিন বিমান বাহিনীর ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সিরিয়াজুড়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলা এই অভিযানে আইএসের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মূলত মার্কিন ও মিত্র বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই ‘অপারেশন হকিয়ে’-র আওতায় এই বিধ্বংসী মিশন পরিচালনা করা হয়।
সেন্টকোমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে জানান, এই অভিযানে এফ-১৫ই, এ-১০ এবং এসি-১৩০জে গানশিপসহ অন্তত ২০টি অত্যাধুনিক যুদ্ধবিমান অংশ নেয়। এছাড়া জর্ডানের এফ-১৬ যুদ্ধবিমান এবং এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়। আইএসের ৩৫টি প্রধান নিশানায় ৯০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানের উদ্দেশ্য স্পষ্ট করে ক্যাপ্টেন হকিন্স বলেন, "আইএস-কে চূড়ান্তভাবে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যৎ জঙ্গি হামলা দমন এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের সুরক্ষাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।" তবে এই হামলায় আইএসের কতজন হতাহত হয়েছে বা কোন ধরনের স্থাপনা ধ্বংস হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি সেন্টকোম।
প্রতিশোধের ‘অপারেশন হকিয়ে’ চলতি ডিসেম্বরের শুরুতে সিরিয়ার পালমিরায় আইএসের বন্দুক হামলায় ২ মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হন। সেই হামলার জেরে গত ২০ ডিসেম্বর থেকে ‘অপারেশন হকিয়ে’ শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই অভিযানকে ‘প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন এবং এটি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে খেলাফত ঘোষণার মাধ্যমে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল আইএস। তবে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং রুশ বাহিনীর অব্যাহত অভিযানের মুখে বর্তমানে তারা তাদের মূল ভূখণ্ডের মাত্র এক-পঞ্চমাংশ এলাকায় টিকে আছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বড় আকারের হামলা আইএসের অবশিষ্ট শক্তিকেও খাদের কিনারায় ঠেলে দিয়েছে।
বর্তমানে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় এক হাজার সেনা মোতায়েন রয়েছে, যারা স্থানীয় মিত্রদের সহযোগিতায় জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ