প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 January 2026, 07:04 ইং
ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে মার্কিন অভিযানের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয় অভিযানের মাধ্যমে আটকের পর এবার নজর প্রতিবেশী মেক্সিকোর দিকে ফিরিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে মাদক পাচারকারী গ্যাং বা কার্টেল নির্মূলে মার্কিন সামরিক বাহিনীর স্থল অভিযানের জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বছরের পর বছর ধরে মেক্সিকোর অপরাধী গ্যাংগুলো যুক্তরাষ্ট্রে বন্যার মতো মাদক ও অবৈধ অভিবাসী পাচার করছে। আমরা গত কয়েক মাস ধরে সাগরপথে এই গ্যাংগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতোমধ্যে ৯৭ শতাংশ মাদক পাচার প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। এখন এসব গ্যাংয়ের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় এসেছে এবং শিগগিরই আমরা (মেক্সিকোতে) স্থল অভিযান শুরু করতে যাচ্ছি।”
মেক্সিকোর বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, “মাদক গ্যাংগুলোই এখন মেক্সিকো চালাচ্ছে। দেশটিতে এখন যা চলছে— তা অত্যন্ত দুঃখজনক।”
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর দিবাগত শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘অপারেশন অ্যাবস্যালুট ডিজল্ভ’ (Operation Absolute Resolve) পরিচালনা করে মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। সেখান থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসা হয়। অভিযানে বাধা দিতে গিয়ে নিহত হন ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য। বর্তমানে মাদুরো দম্পতি নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
ভেনেজুয়েলা অভিযানের পরপরই ট্রাম্প কলম্বিয়া, মেক্সিকো এবং কিউবা— এই তিন দেশে একই ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে মেক্সিকান ড্রাগ কার্টেলদের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১১৫ জন নিহত এবং ৩৫টি নৌযান ধ্বংস হয়েছে।
ট্রাম্পের এমন হুমকিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। শুক্রবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অনড় অবস্থান ব্যক্ত করেন।
শিনবাউম বলেন, “আমার অনুমোদন ছাড়া মেক্সিকোতে কোনো সামরিক অভিযান হবে না। আমরা ওয়াশিংটনকে স্পষ্টভাবে বলতে চাই— মেক্সিকোর জনগণ সহযোগিতায় বিশ্বাসী; অধীনতা বা আগ্রাসনে নয়।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অনমনীয় অবস্থান লাতিন আমেরিকায় এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে, যা আগামী দিনে দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ