প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 January 2026, 09:47 ইং
ট্রাম্পকে ‘অত্যাচারী’ আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুতির হুঁশিয়ারি খামেনির

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অত্যাচারী ব্যক্তি’ হিসেবে অভিহিত করে তাকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একইসঙ্গে দেশজুড়ে চলা গণবিক্ষোভকে ‘নাশকতা’ হিসেবে বর্ণনা করে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিক্ষোভের মুখে বর্তমান ইসলামপন্থি সরকারের পতন হবে না।
শুক্রবার দুপুরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, “ইতিহাস সাক্ষী আছে যে অত্যাচারীরা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। ফারাও, নমরুদ এবং মোহম্মদ রেজা শাহ পাহলভিরা তাদের আগ্রাসী মনোভাবের জন্য ক্ষমতায় টিকতে পারেনি, ট্রাম্পও পারবেন না। তাকেও ক্ষমতা থেকে নামানো হবে।”
বিক্ষোভকারীদের সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনকারীরা ট্রাম্পকে ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “ট্রাম্পের উচিত কীভাবে দেশ চালাতে হয় তা আগে শেখা এবং নিজের দেশে সেই শিক্ষার প্রতিফলন ঘটানো।”
ইরানি রিয়েলের অস্বাভাবিক দরপতন, লাগামহীন মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। যা দ্রুতই দেশের ৩১টি প্রদেশের প্রায় প্রতিটি শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়েছে।
বিক্ষোভ দমাতে সরকারের কঠোর অবস্থানের মধ্যে এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল থেকে দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন।
বিক্ষোভ শুরুর পর থেকেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, দমন-পীড়ন চালালে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এর জবাবে খামেনি বলেন, “এই ইসলামিক প্রজাতন্ত্র লাখ লাখ শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। নাশকতাকারীদের তৎপরতায় এই সরকারের পতন ঘটানো সম্ভব নয়।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ