প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 January 2026, 09:47 ইং
ডলারের উদ্বৃত্ত সামলাতে হিমশিম ব্যাংকগুলো, সংগ্রহে নামল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা গত ডিসেম্বরের ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেও দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে ব্যাপক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। রেমিট্যান্সের এই উল্লম্ফনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ডলারের দরপতন রোধে বাজার থেকে বড় অঙ্কের ডলার কিনতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
এক দিনে ২০ কোটি ডলার ক্রয় বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ (২০৬ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট উভয়ই ছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে মোট ৩৭৫ কোটি ২৫ লাখ ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
জানুয়ারি মাসের মাত্র সাত দিনেই (১ থেকে ৭ জানুয়ারি) দেশে ৯০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৭১৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় (১ হাজার ৪৩২ কোটি ডলার) প্রায় ২০ শতাংশ বেশি।
সদ্য সমাপ্ত ২০২৫ সালের ডিসেম্বর মাসটি ছিল রেমিট্যান্সের জন্য অত্যন্ত ইতিবাচক। ওই মাসে প্রবাসীরা দেশে ৩২৩ কোটি ডলার পাঠিয়েছেন, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসে ইতিহাসের সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান, রেমিট্যান্সে আকর্ষণীয় প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলে সেবার মানোন্নয়নের ফলে প্রবাসী আয়ে এই গতি ফিরছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে।
কর্মকর্তারা বলছেন, ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হয়ে গেলে এর বিনিময় মূল্য কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ডলার কিনছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ