প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 January 2026, 13:46 ইং
যুক্তরাষ্ট্রের নির্দেশেই চলবে ভেনেজুয়েলা: তেলের টাকাও থাকবে ওয়াশিংটনের পকেটে

আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলার শাসনব্যবস্থা থেকে শুরু করে দেশটির প্রধান সম্পদ তেল বিক্রির অর্থ নিয়ন্ত্রণ—সবই এখন থেকে যুক্তরাষ্ট্রের সরাসরি নির্দেশনায় পরিচালিত হবে। বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বক্তব্যে এমন কঠোর বার্তা স্পষ্ট হয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট জানান, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র গভীর সমন্বয় করছে। তিনি স্পষ্টভাবে বলেন, “তাদের (ভেনেজুয়েলার) সব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করা হবে।” অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, অর্থনৈতিক চাপের মাধ্যমে ভেনেজুয়েলার সরকার পরিচালনা নিশ্চিত করবে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইতিমধ্যে ভেনেজুয়েলার তেলের বাজারজাতকরণ (Marketing) শুরু করেছে। তেল বিক্রির সমস্ত অর্থ জমা হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকগুলোতে। মন্ত্রণালয় আরও জানায়, এই অর্থ মার্কিন সরকার তাদের নিজস্ব বিবেচনায় আমেরিকা এবং ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করবে। প্রাথমিক পর্যায়ে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির মাধ্যমে এই প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে, যা অনির্দিষ্টকাল চলবে।
ভেনেজুয়েলার তেলের অর্থ কীভাবে ব্যয় হবে, তার একটি রূপরেখা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা তাদের তেলের অর্থ দিয়ে কেবল ‘আমেরিকায় তৈরি’ (Made in America) পণ্য কিনতে রাজি হয়েছে।
ট্রাম্প লিখেছেন, “ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা আমেরিকার কৃষিপণ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনবে। এ ছাড়া তাদের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও কেবল আমেরিকা থেকেই কেনা হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, নিকোলাস মাদুরোকে অপসরণের পর ভেনেজুয়েলার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাষ্ট্র একাধারে দেশটির বিশাল তেলের মজুত কবজা করল এবং অন্যদিকে নিজেদের পণ্যের জন্য একটি বড় বাজার নিশ্চিত করল। তেলের বিনিময়ে পণ্য কেনার এই প্রক্রিয়া ভেনেজুয়েলার অর্থনীতিকে পুরোপুরি ওয়াশিংটন-নির্ভর করে তুলবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ