স্বপ্নভূমি ডেস্ক:
বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। কারো বিরুদ্ধে যথাযথ অভিযোগ থাকলে তার বিষয়ে ব্যবস্থা নেব । বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। কোথাও কোথাও রাজনৈতিক প্রতিপক্ষ ডিসিদের বিরুদ্ধে সংক্ষুব্ধ থাকতে পারে। সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, এই বিষয়টা নির্বাচন কমিশন বিবেচনা করবে। যদি নির্বাচন কমিশন আমাদের কাছে ডিসির বিষয়ে কোন অভিযোগ জানায় সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব।
এখন তথ্য প্রবাহের যুগ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, কেউ কোন কথার কারণে অনেক সময় সংক্ষুব্ধ হতে পারে। এ বিষয়ে যদি কোন ত্রুটি থাকে মাঠ প্রশাসন বা অন্য কোন লেভেলে তা আমরা সমাধানের চেষ্টা করব।