প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 January 2026, 12:52 ইং
বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল স্থলবন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯২-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৮৫ শার্শা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী ও দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল স্থলবন্দর এলাকার জামে মসজিদের ইমাম মাওলানা মো. নাজমুল হোসেন।
দোয়া মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহর উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৪ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি সাহেব আলী মাস্টার, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামা হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য, লেবার সরদার এবং বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
মোনাজাতের আগে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ