প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 January 2026, 12:52 ইং
‘সরকার জনগণকে বোকা ভেবেছে’: হাদি হত্যা মামলার চার্জশিট প্রত্যাখ্যান করে ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার :
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিটকে ‘দায়সারা’ ও ‘গ্রহণযোগ্য নয়’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেপথ্যের শক্তিগুলোকে বাদ দিয়ে কেবল একজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়ী করে রাষ্ট্রযন্ত্র ও মূল চক্রকে আড়াল করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এসব কথা বলেন। তিনি বলেন, “সরকার জনগণকে বোকা ভেবেছে। একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে—এই গল্প পাগলেও বিশ্বাস করবে না। এই হত্যার পেছনে পুরো একটি চক্র ও রাষ্ট্রযন্ত্র সক্রিয় ছিল, অথচ চার্জশিটে তাদের নাম নেই।”
আন্দোলনকারী নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সঠিক বিচারের বার্তা দিলেও তারা তা আমলে নেয়নি। আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত নিতেও প্রস্তুত। সরকার যদি শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত এবং ভারতীয় আধিপত্যবাদকে বিদায় করতে না পারে, তবে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও জানান, আজ বুধবার (৭ জানুয়ারি) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। পরিস্থিতির উন্নতি না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত না করে তারা রাজপথ ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, চার্জশিট সংশোধন করে প্রকৃত খুনি ও নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শাহবাগের কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষের মধ্যেও এই চার্জশিট নিয়ে ক্ষোভ দেখা গেছে। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ শুরু থেকেই শহীদ হাদি হত্যার বিচার ও দেশে ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ