প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 January 2026, 12:52 ইং
‘অস্ত্রের সন্ধান দিলেই নগদ অর্থ, পরিচয় রাখা হবে গোপন: পুলিশ সদর দপ্তর’

নিজস্ব প্রতিবেদক :
লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জনসাধারণের সহায়তার লক্ষ্যে বড় অংকের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। পুলিশের খোয়া যাওয়া এলএমজি (LMG) থেকে শুরু করে প্রতি রাউন্ড গুলির সন্ধানদাতার জন্য আলাদা আলাদা অংকের পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অস্ত্রের ধরণ অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী:
- একটি এলএমজি (LMG) উদ্ধারে তথ্য দিলে পাওয়া যাবে ৫ লাখ টাকা।
- এসএমজি (SMG) এর জন্য দেড় লাখ টাকা।
- চায়না রাইফেলের জন্য এক লাখ টাকা।
- পিস্তল ও শটগানের প্রকৃত সন্ধানদাতা পাবেন ৫০ হাজার টাকা।
- এছাড়া প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা হারে পুরস্কার দেওয়া হবে।
গোপন থাকবে পরিচয় এআইজি শাহাদাত হোসেন বলেন, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে দ্রুততম সময়ে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। সন্ধানদাতার পরিচয় কোনোভাবেই প্রকাশ করা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে সারা দেশে পুলিশের অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়েছিল। ইতিপূর্বে এর একটি বড় অংশ উদ্ধার হলেও এখনো অনেক অস্ত্র বাইরে রয়ে গেছে। আসন্ন নির্বাচন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অস্ত্র দ্রুত উদ্ধার করাই সরকারের মূল লক্ষ্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ