প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 January 2026, 03:26 ইং
মাদ্রাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার,যশোর:
যশোর সদরের মুনসেফপুর পূর্বপাড়া এবতেদায়ি মাদরাসায় হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মাদরাসার সেক্রেটারি নাইম মোল্যা বাদী হয়ে এ মামলা করেছেন। বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, মুনসেফপুর গ্রামের মৃত হাজী আব্দুল মালেক মোল্যার ৫ ছেলে দ্বীন মোহাম্মদ, ইব্রাহিম হোসেন, ইউসুফ আলী, আবু মুসা ও আবু ইসা, ইউসুফ আলীর ২ ছেলে বুলবুল হোসেন ও হাবিবুল্লাহ, আবু মুসার ছেলে আব্দুল্লাহ, দ্বীন মোহাম্মদের স্ত্রী সুফিয়া বেগম, ছেলে হাসান ও হোসেন, ইব্রাহিমের স্ত্রী হালিমা বেগম, আবু মুসার স্ত্রী রিজিয়া খাতুন, ইউসুফ আলীর স্ত্রী জেসমিন খাতুন, শাহিনের স্ত্রী নুর বানু এবং হাফেজ আলমের স্ত্রী তাহেরা বেগম সরবানু।
মামলার অভিযোগে জানা গেছে, হাজী আব্দুল মালেকের স্ত্রী আকিরন নেছা ১৯৮৭ সালে মুনসেফপুর মৌজায় আরএস ২৮৬২ দাগের ৪০ শতক জমি মুনসেফপুর পূর্বপাড়া এবতেদায়ি মাদরাসায় দানপত্র দলিল করে দেন। তারপর থেকে ওই জমিতে মাদরাসা তৈরী করে ছাত্ররা লেখাপাড়া ও মসজিদ নির্মাণ এলাকাবাসী নামাজ আদায় করছে। আসামিরা এ মাদরাসার জমি দখলের জন্য বেশ কিছুদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর ভোরে আসামিরা দেশিয় অস্ত্র শস্ত্রসহ মাদরাসায় প্রবেশ করে। এরপরে তারা মাদরাসার আসবাবপত্র ভাংচুর ও মাদরাসায় থাকায় নগদ ২ লাখ টাকা এবং মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে মসজিদের মুয়াজ্জিন ওয়াজেদ আলীকেও মারপিট করে হামলাকারীরা। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ