প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 January 2026, 03:26 ইং
‘সহিংসতা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন অ্যাপ: মুহূর্তেই ব্যবস্থা নেবে বিশেষ বাহিনী’

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি নির্বাচনের নিরাপত্তা ও প্রস্তুতির সর্বশেষ চিত্র তুলে ধরেন।
নিরাপত্তা বাহিনী ও আধুনিক প্রযুক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে শফিকুল আলম জানান, পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ নির্বাচনী দায়িত্ব পালনকারী অধিকাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট প্রশিক্ষণ আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এবারের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি এবং দায়িত্বরত সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সহিংসতা রোধে নতুন অ্যাপ ও কন্ট্রোল রুম নির্বাচনকালীন সহিংসতা দ্রুত মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, “এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় পর্যায় থেকে জানা যাবে। ফলে দ্রুততম সময়ে সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সম্ভব হবে।” এছাড়া উপজেলা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কক্ষের (মনিটরিং কন্ট্রোল রুম) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
পোস্টাল ব্যালটে রেকর্ড নিবন্ধন এবারের নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া পাওয়ার কথা জানান শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, দেশের বাইরে অবস্থানরত প্রবাসী এবং নির্বাচনের দিন নিজ এলাকার বাইরে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন এবং দেশের অভ্যন্তরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন। সরকারের এই প্রস্তুতির মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা পুনঃব্যক্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ