প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 January 2026, 03:26 ইং
রুপান্তর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার,যশোর:
মানহানির অভিযোগের যশোর থেকে প্রকাশিত রুপান্তর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলমগীর কবীরসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শহরতলীর শানতলার লগেন কুমার দাসের ছেলে রঞ্জিত কুমার দাস বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। অপর আসামি হলো, সদরের চুড়ামনকাটি গ্রামের নিতাই দাসের ছেলে স্বপন দাস।
মামলার অভিযোগে জানা গেছে, চুড়ামনকাটি গ্রামের চয়ন হত্যা মামলার বাদী রঞ্জিত কুমার দাসের ভাই। আসামিরা চয়ন হত্যা মামলা মীমাংসা করে নেয়ার জন্য আসামিরা চাপ দেয়। এতে রাজি না হওয়ায় আসামি প্রকাশক সম্পাদক ও স্বপন দাস যোগসাজসে ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ডিসেম্বর রুপান্তর প্রতিদিন পত্রিকায় কুইন্স হাসপাতালের ঝাড়–দার রঞ্জিতের দাপট কোথায় শিরোনামে সংবাদ প্রকাশ করে। যাতে হত্যা মামলার সাক্ষীদের কাছ থেকে টাকা গ্রহণের কথা উল্লেখ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদটি সাক্ষীদের মাধ্যমে জানতে পেরে তিনি এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ