প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 January 2026, 03:26 ইং
বিএনপির অফিস পোড়ানো মামলায় টাক মিলনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

স্টাফ রিপোর্টার,যশোর:
যশোর জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাটের মামলায় সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন ওরফে টাক মিলন ও তার সহযোগী মাসুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
টাক মিলন শহরের পুরাতনকসবা এলাকার শেখ রুস্তম আলী ছেলে ও মাসুদ আক্তার খান বাবু বেনাপোল কাগমারি গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যশোর শহরের লালদীঘি পাড়ের জেলা বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় করা মামলায় জাহিদ হাসান টাক মিলন এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকে তিনি যশোর ছেড়ে পালিয়ে যান। গত ১৯ ডিসেম্বর ঢাকা থেকে টাক মিলন ও তার সহযোগী মাসুদকে আটক করে যশোরের ডিবি পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা আটক মিলন ও তার সহযোগী মাসুদকে পরদিন এ মামলায় আদালতে সোপর্দ করেন। ২১ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা আটক দুইজনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ