প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 January 2026, 03:26 ইং
‘জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার দাবি এনসিপির’

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে (জাপা) না রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে জাপার পুনর্বাসন দেখতে চায় না।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
ফ্যাসিবাদীদের পুনর্বাসন রোধে এনসিপি আসিফ মাহমুদ বলেন, “জাতীয় পার্টি বিগত ফ্যাসিবাদের প্রধান সহযোগী ছিল। আমরা কমিশনকে পরিষ্কারভাবে বলেছি, আমরা চাই না তারা এই নির্বাচনে অংশ নিক। নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের রাজনৈতিক পুনর্বাসন এ দেশের মুক্তিকামী মানুষ মেনে নেবে না।”
কমিশনের প্রতিক্রিয়া এনসিপির এই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাওয়া হলে আসিফ মাহমুদ জানান, প্রধান নির্বাচন কমিশনার তাদের বক্তব্য গুরুত্বসহকারে শুনেছেন। কমিশন জানিয়েছে, বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে থেকে বিধিবদ্ধভাবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় পার্টির বর্তমান নির্বাচনী চিত্র উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রার্থীরা ব্যাপক প্রস্তুতি নিলেও প্রাথমিক যাচাই-বাছাইয়ে বড় ধাক্কা খেয়েছে দলটি। ইসির তথ্য অনুযায়ী, জাপার মোট ২২৪ জন প্রার্থীর মধ্যে ইতোমধ্যে ৫৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমানে দলটির মাত্র ১৬৭ জন বৈধ প্রার্থী টিকে আছেন। এর মধ্যেই এনসিপির পক্ষ থেকে দলটিকে পুরোপুরি নির্বাচনের বাইরে রাখার এই দাবি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ