প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 January 2026, 03:26 ইং
‘সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে গুলি করে হত্যা: ডিবি’

স্টাফ রিপোর্টার :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তদন্ত ও চার্জশিট দাখিল ডিবির অতিরিক্ত কমিশনার জানান, দীর্ঘ তদন্ত শেষে অপরাধের প্রমাণ মেলায় চার্জশিট দাখিল করা হয়েছে। পলাতক ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা সম্ভব হলেও ৫ জন এখনও পলাতক রয়েছে।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তদন্তের বরাত দিয়ে শফিকুল ইসলাম বলেন, “শরিফ ওসমান হাদিকে অত্যন্ত ঠান্ডা মাথায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে হত্যা করা হয়েছে। সাবেক কাউন্সিলর বাপ্পির প্রত্যক্ষ নির্দেশনায় ঘাতকরা এই পরিকল্পনা বাস্তবায়ন করে।”
ঘটনার বিবরণ উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
ডিবি কর্মকর্তা আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ