প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 January 2026, 03:26 ইং
ফেসবুক প্রোফাইল হারালেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিজেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারতবিরোধী অবস্থানের মাসুল? ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরিকল্পিতভাবে তার আইডিতে আঘাত হানা হয়েছে। তিনি বলেন, “আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে ‘কপিরাইট ক্লেইমের’ (স্বত্বাধিকার লঙ্ঘন) অভিযোগ তুলে আমার আইডিটিকে অকার্যকর করা হয়।”
যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা আইডিটি বন্ধ থাকায় গত কয়েক দিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানান এই এনসিপি নেতা। তিনি মনে করেন, তার কণ্ঠরোধ করার লক্ষ্যেই এমনটি করা হতে পারে। তবে ব্যক্তিগত প্রোফাইল হারিয়ে গেলেও এখন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ইতিপূর্বে এই পেজটি মূলত তার সহযোগীরা (অ্যাডমিন) পরিচালনা করতেন।
সমর্থকদের প্রতি আহ্বান ব্যক্তিগত আইডি হারিয়ে যাওয়ার পর অনুসারীদের সঙ্গে নতুন করে যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি অনুরোধ করেন, তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন সমর্থকরা তার বর্তমান ভেরিফাইড পেজটি বেশি বেশি শেয়ার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই তরুণ নেতার আইডি হারানো নিয়ে তার সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ