প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 January 2026, 03:26 ইং
‘সহিংসতা রোধে কঠোর অবস্থানে কমিশন, উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা’

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২০০টি লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলার ভিজিল্যান্স ও অভজারভেশন টিমের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
চট্টগ্রামের নিরাপত্তা পর্যালোচনায় বিশেষ গুরুত্ব ইসি সানাউল্লাহ বলেন, বৃহত্তর চট্টগ্রামের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় এখানকার নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করা হয়েছে। এটি সীমান্তবর্তী ও অর্থনৈতিকভাবে সংবেদনশীল এলাকা হওয়ায় সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হলো স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করা, যার প্রতিফলন মাঠপর্যায়ে দৃশ্যমান হবে।
আচরণবিধি ও আন্তঃদলীয় সংঘাত নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কমিশন কঠোর অবস্থানে থাকবে জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে বর্তমানে আচরণবিধি মানার ক্ষেত্রে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তঃদলীয় সংঘাতের মাত্রা এখন পর্যন্ত তুলনামূলক কম, যা একটি ইতিবাচক লক্ষণ।” তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন ঘনিয়ে এলেও কোনো দল সহিংসতায় জড়িয়ে পড়বে না এবং একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
অপতথ্য ও গুজব রোধে সতর্কবার্তা গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা সাংবাদিকদের বড় দায়িত্ব। বর্তমান সময়ে অপতথ্য ও গুজব একটি বড় চ্যালেঞ্জ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপতথ্য ছড়ানো যেমন অপরাধ, তেমনি না জেনে তা শেয়ার করাও অপরাধ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
অভিযোগ প্রতিকারে ডিজিটাল ব্যবস্থা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, কারও যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তবে তা নির্বাচনী ইনকোয়ারি কমিটি বা কমিশনের অনলাইন ‘কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ দাখিল করা যাবে। প্রতিটি অভিযোগ তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন এবং জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ