প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 January 2026, 11:49 ইং
যশোরে ৬ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগরে প্রেরণ

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আদালা অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শহরের গরীবশাহ মাজার এলকায় অভিযান চালিয়ে রহিম হাওলাদার, ছিন্টু আলী, রুমন শেখ ও সোহানকে আটক করে। আটক রহিম, রুমন ও সোহানের কাছ থেকে ৫০ গ্রাম করে ও ছিটুর কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার কর হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক রেজওয়ান সরদার আটক আব্দুর রহিমকে ৩০ দিনের বিনাশ্রম কারাদÐ ও ৫০ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রহিম বেনাপোলের পুটখালির মৃত আজেদ হাওলাদারের ছেলে।
বিচারক আসিফ উদ্দীন আটক রুমন শেখকে ৩০ দিনের বিনাশ্রম কারাদÐ ও ১শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রুমন শেষে শহরের পুরাতনকসবা কাজীপাড়ার রবিউল ইসলামের ছেলে।
বিচারক মাকামে মাহমুদা মীম আটক সোহানকে ২৫ দিনের বিনাশ্রম কারাদÐ ও ১শ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহান পুরাতনকসবা কাজীপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
বিচারক সোহাইব হাসান অকন্দ আটক ছিটু আলীকে ৪০ দিনের বিনাশ্রম কারাদÐ ও ৫০ টাকা জরিমানার আদেশ দিয়েছে। সাজাপ্রাপ্ত ছিটু আলী শহরের পুলিশ লাইন টালিখোলার মধু মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অপর একটি দল শহরের বারান্দীপাড়া বৌবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেলকে আটক ও তার কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাঈমুর রহমান নাঈম আটক রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রুবেল বৌবাজার এলাকার মৃত গফ্ফার শেখের ছেলে।
এ ছাড়া বিকেলে শহরতলীর কিসমত নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে শাহীন মোল্যাকে আটক ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার দাস আটক শাহীন মোল্যাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদÐ ও ৯শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শাহীন মোল্যা কিসমত নওয়াপাড়ার মৃত মফিজুল মোল্যার ছেলে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ