প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 January 2026, 11:49 ইং
যশোরের হাটখোলা রোডের জনতা এন্টারপ্রাইজের চালের টিন কেটে টাকা ও মালামাল চুরি

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরের হাটখোলা রোডের জনতা এন্টারপ্রাইজে চুরি হয়েছে। রোববার দিবগত রাতে টিনের চাল কেটে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি অভিযোগে দেয়া হয়েছে।
ম্যানেজার অরুণ সাহা সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার সকালে দোকান খুলে ভেতরে গিয়ে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। খোঁজাখুজিব পর দেখতর পান দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। নিয়ে গেছে ক্যাশবাক্সে থাকা নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ৮০ হাজার টাকার বিভিন্ন মালামাল।
মালিক যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহানকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ