প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 January 2026, 11:49 ইং
জমি নিয়ে বিরোধ মহেশপুরে বিএনপি কর্মীকে গুলি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

স্টাফ রিপোর্টার, যশোর
ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান মন্ডল (৫৫) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে মহেশপুর থানাধীন গাড়াপোতা এবং ভাষণপোতা গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।
আহত মতিয়ার রহমান মন্ডল মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। এছাড়া তিনি একজন মুদি ব্যবসায়ী।
আহতের স্বজন শিমুল জানিয়েছেন, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন মতিয়ার রহমান। পথিমধ্যে গাড়াপোতা ও ভাষণপোতা গ্রামের মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
একই গ্রামের কাশেম ওরফে মধুর দুই ছেলে আখের আলী ওরফে আকালি (৩৬) ও ইব্রাহিম ওরফে ইব্রা (৩০) গুলি করেছে বলে জানাগেছে। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিলো বলে মতিয়ারের স্বজনরা জানিয়েছেন।
পরে স্বজনরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসিব মো. আল হাসান জানান, মতিয়ারের পিঠে গুলির চিহ্ন রয়েছে। গুলিটি বুকের মধ্যে বিদ্ধ হয়ে আছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে ঢাকায় প্রেরণের পরামর্শ দেয়া হয়েছে। মতিয়ারের স্বজনরা সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ