প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 January 2026, 11:49 ইং
নোয়াখালী এক্সপ্রেসকে গুঁড়িয়ে জয়ে ফিরল সিলেট টাইটানস

ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত দল ‘নোয়াখালী এক্সপ্রেস’-এর দুঃস্বপ্ন যেন কাটছেই না। মাঠের লড়াইয়ে নিজেদের প্রথম আসরে খেই হারিয়ে চতুর্থ ম্যাচেও হারের স্বাদ পেল হায়দার আলীর দল। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বিষাক্ত ঘূর্ণিতে কুপোকাত হয়ে মাত্র ৬১ রানেই গুটিয়ে যায় নোয়াখালী। জবাবে ৬৮ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সিলেট টাইটানস।
সিলেটের ঘরের মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে নাসুম আহমেদের বোলিং তোপের মুখে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় নাসুম তুলে নেন ৫টি উইকেট। এটি নাসুমের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার তো বটেই, বিপিএলের ইতিহাসে যেকোনো স্পিনারের সেরা বোলিংয়ের রেকর্ড।
নোয়াখালীর ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে কেবল মাহিদুল ইসলাম অঙ্কন (২৫) ও ওপেনার হাবিবুর রহমান সোহান (১৮) কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে না পারায় মাত্র ৬১ রানেই সবকটি উইকেট হারায় দলটি।
৬২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটানসও অবশ্য শুরুতে কিছুটা ধাক্কা খায়। ওপেনার পারভেজ হোসেন ইমন মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রান তুলে জয়ের পথ সহজ করে দেন তৌফিক খান ও জাকির হাসান। তৌফিক ৩২ এবং জাকির ২৪ রান করে আউট হন।
মাঝপথে আফিফ হোসেন (২) দ্রুত বিদায় নিলেও পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী মিলে দলের জয় নিশ্চিত করেন। সিলেটের জন্য এই জয়টি ছিল টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর স্বস্তি, অন্যদিকে টানা চার হারে নোয়াখালীর জন্য প্লে-অফের সমীকরণ কঠিন হয়ে পড়ল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ