প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 January 2026, 11:34 ইং
জুলাই অভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ শুরু

নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন, ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ ও ফলাফল উপস্থাপন উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই কার্যক্রম শুরু হবে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা শহীদ হলেও অনেকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের রায়েরবাজারসহ বিভিন্ন কবরস্থানে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল। এই বীর শহীদদের পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে তথ্য পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। আরও উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহরুল আলম এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ পরিচালনা করবে। এর মাধ্যমে জুলাই বিপ্লবের নেপথ্যে থাকা নিভৃত শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও সঠিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ