প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 January 2026, 11:34 ইং
৬ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৬৩ শতাংশ

স্বপ্নভূমি ডেস্ক:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ কমেছে।
রোববার (৪ জানুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ২.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৫৪ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৪৮ কোটি ৮০ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৩ দশমিক ২২ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে এ আয় ছিল ১ হাজার ৮৩ কোটি ৭৩ লাখ ডলার।
এছাড়া ৮৮৭ কোটি ৭৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১ দশমিক ৯১ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে এ আয় ছিল ৯০৫ কোটি ৩ লাখ ডলার।
এদিকে, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৪১ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৭৭ কোটি ৫ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬৩ কোটি ১৭ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১৩ দশমিক ৭৪ শতাংশ কমেছে। এছাড়া ১৬০ কোটি ২৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১৪ দশমিক ৭১ শতাংশ।
অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ২ হাজার ৩৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ কম।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ২৮ লাখ ডলারে।
আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৫ দশমিক ৬১ শতাংশ। জুলাই-ডিসেম্বর মাসে রফতানি হয়েছে ৬০ কোটি ৯৬ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। তবে কৃষি পণ্যের রফতানি আয় ১০ দশমিক ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৪১ লাখ ডলারে।
এদিকে সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৯৬ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১৪ দশমিক ২৫ শতাংশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ