প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 January 2026, 11:34 ইং
যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য চশমা সাগর আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মাহামুদুল হাসান সাগর ওরফে চশমা সাগরকে আটক করেছে পুলিশ। রোববার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাগর সদরের পুকুরকুল গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানিয়েছেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সাগর দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলো। এছাড়া বর্তমানে সরকারবিরোধী বিভিন্ন পরিকল্পনার সাথে তিনি জড়িত রয়েছেন। আটক সাগরকে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আদালতে সোর্দ করা হয়েছে। বিচারক তাকে কারগারে পাঠানোর আদেশ দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ