প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 January 2026, 11:34 ইং
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এমএম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার :
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কলেজ ক্যাম্পাসে অবস্থিত ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাশে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মেলিতভাবে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডা. হারুন অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম, বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ও জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন। এ সময় মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ