প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 January 2026, 09:58 ইং
মনোনয়নপত্র বাতিল ডা. তাসনিম জারার

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও পরিচিত মুখ ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাছাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে ডা. তাসনিম জারা সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। তিনি প্রয়োজনীয় সংখ্যার চেয়ে প্রায় ২০০টি স্বাক্ষর বেশি জমা দিয়েছিলেন। তবে নির্বাচন কমিশন দৈবচয়ন ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করতে গিয়ে দুইজনের তথ্যে গরমিল পায়।
তাসনিম জারা বলেন, "১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেছে। বাকি দুইজনকে সশরীরে খুঁজে পাওয়া গেলেও দেখা গেছে তারা ঢাকা-৯ আসনের ভোটার নন। ওই দুই ভোটার খিলগাঁও এলাকার বাসিন্দা হওয়ায় তারা জানতেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু প্রকৃতপক্ষে তারা অন্য আসনের অন্তর্ভুক্ত ছিলেন।"
নির্বাচন কমিশনের ভোটার তালিকা ও এলাকা নির্ধারণের অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলে ডা. জারা বলেন, "সাধারণ ভোটারদের জানার কোনো সহজ উপায় নেই তারা কোন সংসদীয় আসনের ভোটার। ওই দুই ভোটার সরল বিশ্বাসে স্বাক্ষর করেছিলেন। তাদের জানার উপায় ছিল না যে তারা এই আসনের ভোটার নন।" তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ইতোমধ্যে আপিল প্রক্রিয়া শুরু করেছেন।
উল্লেখ্য, ডা. তাসনিম জারা আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত ২৭ ডিসেম্বর দলটির সঙ্গে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমঝোতার প্রতিবাদ জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন তিনি। এরপরই ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন এই চিকিৎসক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল বিভাগে শুনানি শেষে তাসনিম জারার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ