প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 January 2026, 09:58 ইং
কেশবপুরে সাংবাদিকদের সহযোগিতায় কম্বল বিতরণ

কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে সাংবাদিকদের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলসান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ। কম্বল বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোল্যা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক উৎপল দে, সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য অলিয়ার রহমান, মেহেদী হাসান জাহিদ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ