প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 January 2026, 11:19 ইং
যশোরে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ‘সিঙ্গেল ডিজিট সংবর্ধনা’ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “শিল্পী ও অভিভাবক সমাবেশ” এবং মেধাবী শিক্ষার্থীদের “সিঙ্গেল ডিজিট সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২ জানুয়ারি শহরের প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অতিথিবৃন্দ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরঙ্গ শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মন্ডলীর সভাপতি গাজী মুকিতুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক জুবায়ের হুসাইন, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর সাবেক নাট্য সম্পাদক মাহদী হাসান এবং বাংলাদেশ বেতারের সাবেক শিল্পী মাসুদ মাহসিন।
বক্তারা বলেন, সুস্থ ও আদর্শিক সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিল্পী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। তরঙ্গ শিল্পীগোষ্ঠী দীর্ঘ দিন ধরে যশোরে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নির্বাহী পরিচালক তৌহিদুর জামান, সাবেক পরিচালক আব্দুল্লাহিল মুজাহিদসহ বর্তমান কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।
তরঙ্গ শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আহম্মেদ ইব্রাহিম শামিম-এর সভাপতিত্বে এবং পরিচালক রিফাত আহম্মেদ হিমেল-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক আজহারুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ‘সিঙ্গেল ডিজিট সংবর্ধনা’র পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। নতুন বছরের প্রকাশনী উপহার দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ