প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 January 2026, 11:19 ইং
যশোরে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, যশোর :
যশোরে তীব্র শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট। আজ শুক্রবার দুপুরে যশোর শহরের রেড ক্রিসেন্ট কার্যালয় চত্বরে ছয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। তিনি বলেন, "রেড ক্রিসেন্ট সবসময় মানবতার সেবায় নিয়োজিত। এই হাড়কাঁপানো শীতে প্রান্তিক মানুষগুলো অত্যন্ত কষ্টে আছে। তাদের কষ্ট লাঘব রেড ক্রিসেন্টের মত বিভিন্ন সংগঠন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলুসড় রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ