প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 January 2026, 11:19 ইং
টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটায় জেলায় তাপমাত্রা ছিল ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
টানা কয়েক দিন যশোরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল হাওয়া যোগ হয়ে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
যশোরের মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভোর ও সকালের তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ। আজ দ্রুত সূর্যের দেখা মিলেছে। সকাল সাড়ে ১০টার দিকে তাপমাত্রা বেড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াসে হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ