প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 January 2026, 11:19 ইং
১০ উইকেটের বড় হার ঢাকার

ক্রীড়া প্রতিবেদক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দেয়নি চট্টগ্রাম রয়্যালস। দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখের বিধ্বংসী ব্যাটিংয়ে ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামের দলটি।
উদ্বোধনী জুটির দাপট ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার কোনো সুযোগই দেননি ঢাকার বোলারদের। অ্যাডাম রশিংটন মাত্র ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে মোহাম্মদ নাঈম শেখ ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কার মাধ্যমে ৫৬ রান করে অপরাজিত থাকেন। দুজনের অপরাজিত ১২৩ রানের জুটিতে ৪৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম।
ঢাকার ব্যাটিং বিপর্যয় এর আগে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। তবে চট্টগ্রামের পেসার শরিফুল ইসলামের তোপে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। পাওয়ার প্লেতেই আউট হন ওপেনার সাইফ হাসান (১) ও জুবাইদ আকবরী (২)। মাঝপথে উসমান খান ২১ রান করলেও মিঠুন (৮), শামীম (৪) ও সাব্বির (৯) দ্রুত বিদায় নেন।
সাইফউদ্দিনের একার লড়াই এক সময় ১০০ রান হওয়া নিয়েই শঙ্কা জাগলে অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেন। সাইফউদ্দিনের দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান এবং নাসিরের ১৭ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস।
বোলিংয়ে সফল তানভীর ও শরিফুল চট্টগ্রামের বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ ও সফল ছিলেন তানভীর ইসলাম। ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ১৮ রানে ৩টি এবং শেখ মেহেদী হাসান ২টি উইকেট নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ